প্রিয় আমার চলে গেল আমাকে ছেড়ে পৃথিবী থেকে
অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে জড়িয়ে।
অল্প দিনেই মুছে গেল সেই স্বপ্ন আমার কাছে
চোখের জল শুকিয়ে গেছে নিস্তব্ধতার কাছে
চোখ বুজে স্বপ্ন দেখি প্রিয়র কথা ভেবে
কোনদিনও আসবে না সে আর আমার কাছে।
অন্যায়ের প্রতিবাদ করেছিল সে,
দুর্বৃত্তরা কেড়ে নিল আমার প্রিয় কে জীবন থেকে,।
প্রিয় আমার চলে গেল বিনা অপরাধে
নিঃসঙ্গ হয়ে গেলাম আমি চিরতরে।