মানুষের কর্মফল প্রকৃতি নিচ্ছে তার প্রতিশোধ
দূষণের ফলে ভারাক্রান্ত বাতাস আজ, উষ্ণতা চরমে
চারিদিকে গাছপালা ধ্বংস করে হচ্ছে উন্নত শহর
বিশুদ্ধ অক্সিজেন আজ পালিয়েছে শহর থেকে গ্রামে
মানবজাতির খাদ্যে নেই কোন তার বিচার আচার
উন্নত সমাজের দোহাই দিয়ে করি বেকুবের মত কাজ
সৃষ্টিকর্তার সৃষ্টি কে করছি আমরা অপমান
কোথা থেকে এলো এই অজানা করোনা ভাইরাস
বিজ্ঞানীরা আজ দিশেহারা, জানিনা কবে হবে এর সমাধান।।