গণতন্ত্র দিয়েছে আমার অধিকার
তোমাকে ক্ষমতায় বসাবার
ক্ষমতার জোরে তুমি পারো অনেক কিছু করতে
ক্ষমতার জোরে তুমি পারো কণ্ঠ রোধ করতে
ক্ষমতার জোরে পারো তুমি কলম ভেঙে দিতে
মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পুরতে
রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে ফাঁসিতে ঝুলাতে
রাতের অন্ধকারে ফাঁকা মাঠে এন কাউন্টারে মারতে
সংবিধানের নূতন কোন ধারায়
কেড়ে নিতে পারো আমার নাগরিক অধিকার
সে ক্ষমতা দিয়েছি আমি তোমায়
গণতন্ত্রে অধিকারে বসিয়েছি আমি তোমায় ক্ষমতায়
হ্যাঁ, আমি দিয়েছি সে ক্ষমতা তোমায়
মনে রেখো কালের নিয়মে তোমাকে চলে যেতে হবে
ক্ষমতার দম্ভ একদিন হবে জব্দ
আমি আসবো আবার ফিরে নতুন জন্ম নিয়ে
তোমার অতীত ইতিহাস থাকবে পড়ে
ধুলো মাখা ঘরে কাগজের পাতায়।।