প্রশংসা করো না তোমরা
আমাকে সকলে মিলে
আমি তাহলে পিছিয়ে পড়বো
তোমাদের কাছ থেকে!
যে কাজ করি নিষ্ঠার সাথে
সে কাজে বিঘ্ন ঘটবে তাহলে!
মানুষের সেবার প্রয়োজনে আমি থাকবো
সবার আগে লাইনে দাঁড়িয়ে!
অন্যায়ের কাছে উচ্চকণ্ঠে
প্রতিবাদ করব সবার আগে!
এভাবেই যেন চলে জীবন
মনুষ্যত্বের সার্থক রূপে!!