পরজন্মে হবো আমি নেতা
মঞ্চ থেকে অভিনয়ে দ্বারা মানুষকে করবো প্রতারণা
আমি যে নেতা, আর সব বোকা
কত স্বপ্ন আসা দেখবে তারা
আমি যে তাদের নেতা, করব নিরাশা!
চারিদিকে অর্থভাণ্ডার, ফুলে-ফেঁপে একাকার
বেনামে ব্যবসা আমার, চিন্তা নেই আর
নামি, দামি, গাড়ি, বাড়ি কত কি আর
জীবন আমার বদলে যাবে সেই সময়ে
আমি যে করব মানুষের সেবা
জনগণ করবে যে আমায় নেতা!!