হে প্রিয় তুমি এসেছ মোর দ্বারে
আপন করে নেব তোমায় আজ রাতে
তোমার স্পর্শে যৌবন আমার উত্তাল হবে
কাছে টেনে নাও আলিঙ্গন করো পূর্ণভাবে
তোমার আমার চাওয়া পাওয়া আজ সফল হবে
দুটি হৃদয়ের উষ্ণতা একই সূত্রে বাঁধা
তোমার আমার মিলন চলছে প্রতিরাতে
আজ আমি প্রমিলা বলতে নেই কোন লজ্জা
সভ্য সমাজ আমায় দেয়নি স্বাভাবিক জীবন
আমিও চেয়েছিলাম সামাজিক জীবনে সংসারী হতে
বসে থাকি তোমাদের আশায় নতুনরূপে অন্য চেহারায়!!