পথিক তুমি চলেছো কোথায়?
দিশা হীন ভাবে উদাস নয়নে
এ প্রান্ত থেকে অপর প্রান্তে
ঘুরে বেড়াচ্ছ এভাবে।
কার খোঁজে? কি উদ্দেশ্যে
বেরিয়েছো তুমি ঘর থেকে?
বলতে পারো তুমি আমাকে
কি সমস্যা হয়েছে তোমার কাছে?
আমার সন্তান হারিয়ে গেছে দুদিন ধরে
পাইনি তাকে খুঁজে এদিক ওদিক করে
বড় চিন্তায় আছি সে কারণে
তুমি কি খুঁজে দেবে তাকে?
,