অন্ধকারময় জীবন শুরু হলো মোদের জীবন
জানিনা কোন অপরাধে, জীবনের গতি গেল থেমে
বেকার হলাম মধ্য বয়সে, জীবন চলবে কিভাবে?
নেই কোন দিশা, চারিদিকে শুধু নিরাশা
কে ভাবে মোদের কথা? নেই কোনো পরিকল্পনা
সংসারী জীবন কোথায় যাব এখন?
চারিদিকে হাহাকার নেই কোন কাজের সন্ধান
আঁধার এলো নেমে মোদের জীবনে, বাঁচব কতদিন এভাবে?