পরিচয়
দুর্বল করো না আমাকে
ধর্মের বেড়াজালে।
আমি যেন হতে পারি
এসবের ঊর্ধ্বে।
আমাকে বাঁচতে দাও মানুষ হয়ে
বেদনা আমাকে ধর্মের বেড়া দিয়ে
বাঁচতে চাইনা আমি ধর্মের পরিচয়
মুক্ত মানুষ হয়ে থাকতে চাই
এ জগতে।
আমাকে নিয়ে টানাটানি করো না
তোমরা সকলে।
আমার পরিচয় নিজের কাছে
শুধুমাত্র মানুষরূপে।।