মানুষ আজ বড় অসহায়
মানুষের অভাব তার পাশে থাকার
জীবনের শেষ প্রান্তে এসে ভাবে
এ কোন সমাজ দেখছি আজ
নিজেদের স্বার্থে ডুবে আছে ওরা
নেই কোন আপন বা পর
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত এখন
অন্যের কথা ভাববে কখন
মূল্যবোধের অভাব আজ মানুষের জীবনে
অর্থের কাছে তারা মাথা নত যে কোন উপায়ে!!