ওপারে যাব বলে, এপারে আছি বসে
পাইনা খুঁজে তারে, কে করবে পার আমাকে?
ভোর হতে সন্ধ্যা, সূর্য গেল ডুবে
দীর্ঘ অপেক্ষা, তুমি আসবে কবে?
জীবনের চাওয়া পাওয়া হিসাবের খাতা মেলেনি এখনও
সময় দেবে না আর সুযোগ, বন্ধ হল কলম
যেভাবে এসেছিলাম কান্না নিয়ে জীবন
বিদায় বেলায় নিরবে যাব চলে এই জগৎ হতে।।