দেখছো তুমি শুধু অন্যের দোষ-ত্রুটি
সময় হলো না দেখার নিজের অন্তরটি
নিজে চলো খেয়াল খুশি, অন্যের সমালোচনা করো তুমি
ক্ষমতার দম্ভ করিবে তোমায় ধ্বংস
রাজা কংসের ও ছিল অহংকার
আমি সর্বশ্রেষ্ঠ, থাকবো চিরকাল
অন্তর্যামী হাসে আড়ালে, তোমার পরিণতি ভেবে
যুগ যুগ ধরে ইতিহাস সে কথা বলে।।