হে ঈশ্বর কি অপরাধে অপরাধী আমি তোমার বিচারে?
আমি তো কোন অন্যায় করিনি এ জীবনে?
দুঃখ কষ্ট জর্জরিত জীবনে, কোন অভিমান ছিল না তোমার কাছে!
স্বামী আমার চলে গেলো অকালে, আমাকে রেখে
শিশু সন্তান নিয়ে পরলাম! অথৈ জলে!
মরণ রোগে আক্রান্ত শিশু আমার ভবিষ্যৎ অন্ধকার
কোথায় যাব? কে করবে সাহায্য? দিশা হীন জীবন আমার!
প্রতিদিন প্রভাতে উঠিয়া তোমার চরণে দিয়েছি পূজা
সন্ধ্যা বেলা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে করেছি বন্দনা!
তুমি কি শুধু নীরব রইবে? মূল্যহীন আমার আরাধনা?