হে নূতন এসো তুমি নবরূপে নব জাগরণে
এই ভুবনে, তোমার আসন পেতেছি মোরা গৃহে
পুরনো পাতা ঝরে গেছে তোমার আগমনে
মানবজাতির মুক্ত করো তোমার ছায়া তলে
তুমি আসো প্রতিবছর মানব জীবনে অনেক আশা নিয়ে
তোমার আসা যাওয়া মানবজীবনে স্মৃতিটুকু হয়ে
ইতিহাস সৃষ্টি করো তুমি ধ্বংসের মাঝে
তুমি সময়ের পরিণতি ৩৬৫ দিন পার করে
যুগ যুগ ধরে তুমি নবরূপে বিশ্বের দরবারে
তোমার প্রতীক্ষায় থাকি মোরা, পুরনো বছরের গ্লানি ভুলে!!