নতুন সূর্য উদয় হোক বিশ্বের আকাশে
পুড়ে যাক করোনা ভাইরাস তার আলোর রশ্মিতে
চারিদিকে মৃত্যু-মিছিল হাহাকার বিশ্বজুড়ে
মানব জাতি আজ ধ্বংসের মুখে, চারিদিকে অন্ধকার নেমে
বিজ্ঞান দেখাও দিসা, মানব জাতির আশা
পৃথিবীর হয়ে উঠুক শান্তির প্রতীক রূপে
বুকভরা নিঃশ্বাস নিতে পারি যেন প্রাণ ভরে
বাঙালির নববর্ষ নতুনের আগমন বিশ্বের দরবারে।।