একদিকে অমানবিক চিন্তা ধারা
অপরদিকে ভালোবাসার পক্ষে থাকা
একদিকে বিকৃত সাহিত্য
অপরদিকে কবিতা গুচ্ছ
আমি কবিতায় ডুব দিলাম
একদিকে দুঃখ দারিদ্র
অপরদিকে অর্থকরী ভোগবিলাস
আমি সুখ দুঃখ মেনে নিলাম
একদিকে সুবিধাবাদী রাজনীতি
অপরদিকে নিরপেক্ষ দিনযাপন
আমি নিরপেক্ষ থেকে গেলাম
একদিকে সুন্দরী নারী
অপরদিকে কি ভাবনা আমার
এবার আমি ঘুরে দাঁড়ালাম।।