নতুন সূর্য উঠেছে পুবের আকাশে।
পুরনো দিনের ক্রোধ-হিংসা প্রতি-হিংসা,
মুছে যাক তা আলোর রশ্মিতে।
পৃথিবী হয়ে উঠুক, শান্তির প্রতীক রূপে।।
বুক ভরা নিঃশ্বাস নিতে পারি যেন প্রাণ ভরে,
বারুদের গন্ধ থাকে না যেন তাতে!
সুন্দর এই পৃথিবী কে রক্ষা করব
আমরা ভবিষ্যতের জন্য।।