নেতাজি
নেতা তুমি নেতাজি
মোদের কাছে যোদ্ধা তুমি।
আজাদ হিন্দ ফৌজ বাহিনী
নেতৃত্ব দিলে তুমি।
তোমার বাহিনী কাঁপিয়ে দিল
ব্রিটিশ বাহিনী
স্বাধীনতার পূর্বে তুমি
হলেই নিরুদ্দেশ
স্বাধীনতা আসলো পরে
দেশ ভাগ করে
ধর্ম ও রাজনীতির বেড়াজালে
দেশ হল দু টুকরো এভাবে
চেয়েছিলে তুমি ধর্মনিরপেক্ষ
সমাজতন্ত্র ও শোষণমুক্ত রাষ্ট্র
পেয়েছি কি আমরা তোমার স্বপ্ন ?
আজ মোর দেশে 60% মানুষ
দারিদ্র্যসীমার নিচে
আজ মোর দেশে ধর্ম নিয়ে
হানাহানি চলে
কি হলো মোর দেশে ?
মানুষে মানুষে ভেদাভেদ করে।
তোমার কথা মনে পরে বারে বারে
তোমার প্রতি রইল মোদের
শ্রদ্ধা ও ভালোবাসা চিরতরে।।