নাম জপে, পূজা পাঠে কি আসে যায়
সারা জীবন ভোগ বিলাসে দিন কাটালাম
নিজের স্বার্থ ছাড়া জীবন বৃথা
এটাই ছিল মন্ত আমার
নিজের ভাগ্য, আমি কারিগর
জীবন চলার যত কাঁটা
আঘাত পাওয়া রক্তঝরা
পরোয়া নেই, পিছিয়ে আসা
জীবন যুদ্ধ হোক না কঠিন
লক্ষ্য আমার চিরস্থায়ী।।