কোথায় গেলে সব বুদ্ধিজীবী
নিখোঁজ হলে নাকি?
চোখ কান বন্ধ রেখে
ঘরে আছো বসে!
ভাতা পাই প্রতিমাসে
সুখের সংসারে আছি আরামে!
এরা কোন বুদ্ধিজীবী?
সাদা কালোয় লোরছেনা
এরা তো সব সুবিধাবাদী
প্রয়োজনে ধরে মোমবাতি!
আমরা যে কবি, সাহিত্যিক, শিল্পী
এই সমাজে
আমরা যে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী
এই সমাজের বুকে!
আমরা যে সমাজের মুখ
করোনা মোদের ঘৃণা
সমাজ মেনে নেবে না!
আমাদের মান-সম্মান অনেক বেশি
মানুষের কাছে!
তাইতো আমরা থাকি না
বিনা স্বার্থে মানুষের পাশে!!