নেতা নেত্রী হয়েছ তুমি
জনগণের ভোটে
তাদের কথা ভুলে গিয়ে
ভাবো নিজের কথা সব সময় তে।
জনগনের ট্যাক্সের টাকা
সরকারি কোষাগার থেকে
আত্মসাৎ করো শুধু নিজের জন্য।
পুলিশ, বডিগার্ড নিয়ে চলো
যখন-তখন যেখানে-সেখানে
ভয় কিসের তোমার কাছে?
জনগণ দেখছে শুধু তোমায় ভালো করে
ভোটের সময় তোমার বিচার
জনগণ করবে তখন।।