আকাশে-- বাতাসে শুনি প্রতিধ্বনি
রব!
মানুষের গর্জনে মুখরিত
রাজপথ; আর উত্তাল সমুদ্রের মতো
নারী-- পুরুষের রাত দখল!
নবজাগরণ বাংলায় আজ
পথের সাথী, পথের দাবী
তিলোত্তমার বিচারের দাবি!
জেগেছে মানুষ, জেগেছে সমাজ
অন্যায়ের প্রতিবাদে দিকে, দিকে
জ্বলছে মশাল!
একে একে সব্বাই--- সোচ্চার
গর্জন!
ধর্ষণ-- খুন হলো নারী ডাক্তার!
একটি প্রদীপ নিভে গেলে, জ্বলে
উঠলো হাজারো মশাল!
দুর্বৃত্তের রাজ, জল্লাদের উল্লাস----
ভবিষ্যৎ সমাজ কাদের হাতে
ভাবতে হবে আবার!
দিকে দিকে চিৎকার,
ধর্ষণ-- খুনিদের বিচার!
দেশ-- দেশান্তর হতে
ছুটে আসে প্রবল হুংকার!
দুর্বৃত্তদের পতন নিশ্চিত করতে
জনতার আরবার