যে মেয়েটি ভুখা  পেটে
ভাতের থালা  খোঁজে
রাতেরবেলা ফুটপাতে শুয়ে
আকাশের তারা গুনে!
নারী দিবস তার কাছে
কি মানে আছে?
যে মেয়েটি বেশ্যাপাড়ায়
নিজের দেহ বেচে
যে মেয়েটি নগ্ন দেহে
নাইট ক্লাবে নাচে!
নারী দিবস তার কাছে
কি মানে আছে?
যে মেয়েটি কর্মক্ষেত্রে
খুন ও ধর্ষণ নারী ডাক্তার
ফুলের মালায় ঢাকে ক্ষতচিহ্নের দাগ
আইন নিরব, ন্যায় শুধু ছায়া
বিচার বুঝি এক হাস্যকর মায়া!
নারী দিবস তার কাছে
কি মানে আছে?
সভ্য সমাজের নগ্নদৃশ্য
এ কোন নারী দিবস?
নয়তো নারীর অপমান!!