নারী রূপে জন্ম তোমার এ জগতে,
সৃষ্টির অধিকারী তুমি এই পৃথিবীতে।
জগৎ জননী হয়ে থাকবে চিরকাল এই ভূমিতে,
মাতৃ স্নেহে লালন করো তুমি নিজ সন্তানকে।
নিজেকে উজাড় করে সব কিছু ত্যাগ করে তৈরি কর তাকে মানুষ রুপে।
মানুষ গড়ার কারিগর, তুমি এই সংসারে।
যৌবনে এসে সে সবকিছু ভুলে যায় নিজের মত করে।
বস্তু জগতে ডুবে যায় সে আনন্দে মাতোয়ারা হয়ে।
মায়ের স্নেহ ভালোবাসা ভুলে যায় সহজে।
ভাববার সময় কোথায় তার কাছে, দিন রাত কেটে যায় তা নিয়ে।
নিজেকে ভাবে সবকিছু জেনে গেছি আমি এ জগতে।
তোমার প্রয়োজন নাই আর আমার কাছে।
এভাবে চলতে চলতে হোঁচট খায় শেষ বেলাতে,
অবশেষে বুঝতে পারে ভুল করেছি এভাবে।।