এ জগতে পাপ যখন আছে
তবে পাপে পুণ্য কেন নয়?
এই জগতে অসৎ যখন আছে
তবে অসৎ তে সততা কেন নয়?
এ জগতে হিংসা যখন আছে
তবে হিংসা তে অহিংসা কেন নয়?
এ জগতে অবিশ্বাস যখন আছে
তবে অবিশ্বাসে বিশ্বাস কেন নয়?
এই জগতে অপকার যখন আছে
তবে অপকারে উপকার কেন নয়?
এই জগতে হতাশা যখন আছে
তবে হতাশায় আশা কেন নয়?
এ জগতে মনুষত্বহীন যখন আছে
তবে মনুষ্যত্বহীনে মনুষত্ব কেন নয়?
এ জগতে নিষ্ঠুরতা যখন আছে
তবে নিষ্ঠুরতায় ভালোবাসা কেন নয়?
এই জগতে আছে আরো অনেক কিছু
মানুষ মেনে চলে না তার সবকিছু!!