মুষ্টিবদ্ধ হাতে জন্ম তোমার
মাতৃগর্ভ থেকে,
ভূমিষ্ঠ হয়েছো এ জগতে
বিপ্লবী চেতনা নিয়ে!
অন্যায়ের প্রতিবাদে
তোমার মুষ্টিবদ্ধ হাত চিৎকার করে ওঠে
আকাশে বাতাসে জয়ধ্বনি হয়ে
এ প্রান্ত থেকে ও প্রান্তে,
মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করে!
স্বৈরাচারী যারা শুনে নাও তারা
মানুষের অধিকার পাবে ওরা
যুগ যুগ ধরে সত্যের জয়
থাকবে চিরকাল এ জগতে!!