ছুঁয়ে দেখো তুমি
আমি নইকো পাথরের মূর্তি
আছে মৌর ভালোবাসার হৃদয়
তুমি ভালোবেসে দেখো আমাকে!
যে পথ দিয়ে এসেছো তুমি,
বুকে নিয়ে ব্যথা যন্ত্রণা
আমিতো পারিনা তোমাকে ফেলতে!
জীবন সংগ্রামে দুঃখ কষ্ট আছে
স্বাভাবিক নিয়মে পেরুতে হবে
সততার লাঠি নিয়ে,
মনুষ্যত্বের শিরদাঁড়া সোজা রেখে।।