সন্ধ্যা নেমে আসছে গঙ্গাতীরে
পাখিরা সব কল কাকলিতে বাসায় ফিরছে
গঙ্গার জল তরঙ্গ নিরবে বইছে
পশ্চিম আকাশে লাল সূর্য অস্ত্র যাচ্ছে
মন্দিরে কাশর ঘন্টা বাজছে
চারিদিকে আলোকিত হচ্ছে
মন্দিরে মা ভবতারিণী দাঁড়িয়ে নির্বিকার রূপে
ডালা হাতে অজস্র ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়ে
পুজো আছে, মন্ত্র আছে, নৈবদ্য আছে
নেই কোনো সাধনা, আরাধনা ভক্তি ভরা পূজা
ঠাকুর তোমার মন্দিরে এ কি অনাচার
দেখতে হচ্ছে আজ!
কত পন্ডিত, কত জ্ঞানী গুণী, সাধক মহাপুরুষের
প্রবেশ ঘটেছিল তোমার এই মন্দিরে
আজ শুধু উৎসব হুল্লুর ভক্ত সমাগম
নেই কোন প্রাণের স্পন্দন
মানুষের আজ অধঃপতন চলছে অনাচার
কি হল প্রভু আজ এই বাংলার?