বিচিত্র এই মানবজগৎ
যে তোমার আপনজন
মুখোশের আড়ালে সে,
তোমার অপরজন!
শিক্ষা, দীক্ষার কি মূল্য,
আছে? এমন মানুষের
সমাজের কাছে মনুষ্যত্বের
কোন দাম নেই, সেই মানুষের!
ক্ষমতা আর লোভে
যে কাজ করে সে
চারিদিকে মানুষ আজ
ছিঃ, ছিঃ করে তারে!!