তোতা পাখির মতো শেখানো বুলি
বলোনা তুমি কখনো
বাজ পাখির মত ঊর্ধ্ব আকাশে
ঘুরে বেড়াও খোলা মনে!
কালো কে কালো বল, অন্যায়ের
প্রতিবাদ করো, মনুষ্যত্ব বিকিয়ে
দিও না অন্যের কাছে
মানুষের কাছে নিজেকে করো না ছোট!!