দ্বারে এসে কড়া নাড়ে
করোনা মৃত্যুর ভয়
পালাবার নেই কোন পথ
মরণ আজ পিছু ছাড়ে না
দিশাহীন আজ মানব সভ্যতা
উন্নত মানবজাতিকে ব্যঙ্গ করে করোনা
ব্যর্থ হলো আজ বিজ্ঞানের আবিষ্কার
মানব জীবনের অশ্রুজল কবে হবে শুষ্ক!!