এ কোন পৃথিবীর দেখছি আজ তোমাকে
যুদ্ধহীন, নেই কোন কামানের গোলা
ভারী বুটের শব্দ, আকাশে নেই কোন বারুদের গন্ধ
তবুও মৃত্যু-মিছিল, হাজারে-হাজারে রাজপথে
আকাশ বাতাস ভারাক্রান্ত, নিস্তব্ধতায় ঢেকেছে মুখ
করোনা ভাইরাস মানুষের জীবন, আজ বিপদগ্রস্ত
তবুও প্রতিদিন সূর্য উদয়, পুব আকাশে
রাতের আঁধার কাটে চাঁদের আলোতে
জানালার ফাঁকে দেখি তোমাকে
অবাক হয়ে দেখি, কত সুন্দর এই প্রকৃতিকে
হঠাৎ করে নিস্তব্ধতার মাঝে, পোড়া গন্ধ বাতাসে ভেসে আসে
দূর হতে স্বজন হারানো কান্না, কানে এসে ধাক্কা মারে
হে প্রভু! আর কতদিন থাকবে চুপ করে?
তুমি কি অন্ধ হয়ে গেছো,,?