অমাবস্যা রাতে সন্ধ্যা প্রদীপ জ্বলে
আলোক রস্মি ঘরে, ঘরে তোমার আগমনে!
মা তোর হাতে এই জগৎ আছে
জীবন মরণ তোর হাতে
তোর চরণে রক্ত জবা
তোর গলায় দোলে মুন্ডমালা
হাতে খরা চুল খুলেছিস
শিবের বুকে পা তুলেছিস
তবে কেন অশুরা আজ নৃত্য করে
জবাব তোর দিতেই হবে?
মাগো এবার যখন মর্তে আসবি
জ্যান্ত হয়ে আসিস মা
মন্দিরের ওই পুতুল হয়ে
আর যেন চেয়ে থাকিস না!!