সারা জীবন হেঁটে গেলাম
পেলাম না তার দেখা
কোথায় আছে সে লুকিয়ে
পাবো কি তার খোঁজ?
তার মূল্য অনেক বেশি
এই সমাজের কাছে,
অর্থকরী বাড়ি গাড়ি
সবকিছু মূল্যহীন তার তরে!
জীবন হয় মূল্যহীন
যদি সে না থাকে,
তাইতো আজও খুঁজে বেড়াই
মনুষ্যত্বের খোঁজে!!