যারা করেছে আমার জীবনের গতির পরিবর্তন
তাদের কে আমি ভুল বুঝে করেছি ত্যাগ
যাদেরকে আপন করে রেখেছিলাম মাথায় তুলে
তারাই আমায় করেছে বঞ্চিত সারা জীবন ধরে
জীবন চলার পথে দেখেছি বিভিন্ন মানুষের রূপ
জীবনের অভিজ্ঞতা বারবার সে কথা বলে
এ সমাজে মানুষ চেনা বড় কঠিন তোমার কাছে
সুযোগ নিতে তারাই আসে বারে বারে তোমার পাশে
স্বার্থ ফুরালে তারাই আবার পিছু টান ধরে
আজব সমাজ চলছে চিরকাল এভাবে জগৎজুড়ে!!