মানুষ
-গৌতম রায়
মানুষ তোমার পরম বন্ধু, মানুষী তোমার পরম শত্রু।
মানুষ তোমার উপকারী, মানুষী তোমার অপকারী।
মানুষ চেনা ভার এ জগতে তোমার।
মুখোশধারী মানুষ তারা চিনতে পারা কঠিন ধারা।
অভিনয় করবে শুধু বুঝবে না কিছুই শুধু।
সহজ সরল মানুষ তুমি ঠকবে এভাবে।
মানুষকে চিনতে হবে কঠিন ভাবে।
বিশ্বাসের কোন স্থান নেই এখানে।
বাস্তব জগত বড় কঠিন এ সমাজে।
মানুষের সাথে মেশা তুমি সচেতন হয়ে।
জীবনে তুমি ঠকবে না কখনো তাহলে।।