মানুষের মৃত্যু আঘাত করে না আমাকে
কালের নিয়মে চলে যেতে হবে সকল কে
পৃথিবীর রঙ্গ মঞ্চে অভিনয় করি আমরা মানুষের কাছে
নিজেকে চালাক ভেবে অন্যকে বোকা ভাবি
এভাবে জীবন যাত্রা চলে না বেশি দিন!
মানুষের মনুষ্যত্বের মৃত্যু হয় যে দিন
আমি আঘাত পাই মনে সেদিন!!