এই জগতে পুনর্জন্ম আছে বলে কিছু জানিনা
যে জীবন পেয়েছি এখন, 'সার্থক করব তাকে
মানব জীবন পেয়ে ধন্য আমি প্রকৃতির কাছে,
জীবনকে তুলে ধরব আমি এ সমাজে , মানুষরূপে।
নিজেকে চিনবো জ্ঞান অর্জন করে
সমাজকে দিয়ে যাব কিছু একটা করে
সার্থক হবে মানব জীবন আমার এভাবে।।
Hi i