রেল স্টেশনে পড়ে আছে পরিযায়ী শ্রমিকের দেহ
অবুঝ শিশু চাদর ধরে টানে করুণ এই দৃশ্য
অনাহারে ভুখা পেটে জীবন গেল চলে
কোন অপরাধে? কার দোষে বিচার করবে কে?
মানবতা আজ ধ্বংস, তাদের জীবন অন্ধকার আচ্ছন্ন
রাষ্ট্রযন্ত্র' আজ দিশেহারা, করোনার ধ্বংসলীলা
লক্ষ মানুষের মৃত্যুর মিছিল কবে হবে শান্ত
বিজ্ঞান কবে দেখাবে দিশা, মানব জীবনের আশা
বিশ্বজুড়ে বসে আছে, সেই আশায় দিন কাটে।।