কলমের নিবে রক্ত ঝরে
বিপ্লবের কথা বলি,
ধর্ম হল খন্ড -- বিখন্ড
তারে খুঁজে মরি!
এ পোড়া দেশে জন্মেই আমি
ধর্মের কথা শুনি!
ধর্মের নামে যারা করে বজ্জাতি
এরা কোন মানবজাতি?
ধর্মের নামে কেন করি বিভাজন
লাল রক্তের ভাগ
হিন্দু মুসলমান,
কোন অধিকারে সৃষ্টিকর্তার অপমান?
সকল ধর্মের একই দিশা
মানব ধর্মে পথ চলা!
এ লড়াই জিততে হবে
মানব শিকল ভাঙতে হবে
চেতনার আগুন জাগ্রত হোক
মানব হৃদয়ে!
অন্ধকার সমাজ আলোকিত হোক
তোমার আমার জীবনে!
ঝরে পড়ুক পৈতের ফিতে,
নারীর স্বাধীনতা মুক্ত হোক
আলগা হোক বোরখার ফিতে!
মানবজাতির জয়ধ্বনি হোক
বিশ্বের আকাশে!!