বিন্দু থেকে সৃষ্টি মোদের জীবন এ জগতে
মাতৃ গর্ভে জন্ম নেই ১০ মাস ১০ দিন পরে!
মায়ের স্নেহ ভালোবাসা আগলে রাখে আমাকে
বড় হয়ে ভুলে যাই সব কথা সহজে!
সংসারের দায়িত্ব যখন আসে মাথার ওপরে
দিশাহারা হয়ে উঠি, মাকে অবহেলা করি!
নিজের সংসারের কথা ভেবে,
মাকে ছোট করি বউয়ের কাছে!
দিনের পর দিন এভাবে চলতে থাকে
অবশেষে মাকে রেখে আসি বৃদ্ধাশ্রমের!!