৩০ বছর পূর্বে
মা কেদেছিল
সন্তান ভাত খায় না বলে!
এ ডাক্তার ও ডাক্তার
চেম্বারে ঘুরেছিল কত!
খোকা আজ হয়েছে বড়
কত রোজগার কত বড় অফিসার!
বিয়ে করে গেল চলে বিদেশে
আমি রইলাম পড়ে একা ঘরে!
খোকা আমার পায়না সময়
আমার খোঁজ নিতে
একা বসে খোকার কথা ভেবে
মা এখন কাঁদে
সন্তান ভাত দেয় না বলে!!