কোথায় গেছে পালিয়ে এই দুনিয়া ছেড়ে
যীশু, কৃষ্ণ আর আল্লাহ করোনা ভয়ে
মানুষ আজ বড় অসহায় এই করোনার কাছে
দেবতাদের দ্বার বন্ধ আজ মন্দির, মসজিদ আর চার্জ
কোথায় গেল ধর্ম আর জাতপাতের বিভাজন।
মানুষ আজ ঐক্য এই দুনিয়া জুড়ে
বিজ্ঞানের সৃষ্টি এই মরণ রোগ, ছড়িয়েছে এই পৃথিবীতে
মানুষই এর বাহক অন্য কিছু নেই এর প্রতিরোধ
আর কতদিন থাকবে জানিনা এই রোগ
বিজ্ঞানের ভরসায় বসে আছে আজ দুনিয়ার লোক।।