“মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য”
চলচ্চিত্র জগতে উজ্জল তারা তুমি বিশ্বের দরবারে
সৃজন -ভাবনার বিপরীত বিন্দু থেকেই
বানিয়েছো ছবি তুমি নিজের মতো করে।
৭0 দশকের উত্তাল কলকাতার,
সামাজিক ও রাজনৈতিক ছবি বানালে তুমি।
মধ্যবিত্ত বাঙালির জীবন কে বেআব্রু করে,
টেনে এনে দাড় করিয়ে দিলে আয়নার সম্মুখে।
পদ্মভূষণ, দাদাসাহেব ফলকে আরো অনেক সম্মান
পেয়েছ দেশ-বিদেশ থেকে।
তোমার সৃষ্টিশীল ছবি অমর হয়ে থাকবে
চিরকাল মানুষের অন্তরে,।।