(১)
কবিতা, তুমি কি থাকবে শুধু কাগজের পাতায়?
কবিতা, তুমি কি প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলবে শুধু?
কবিতা, তুমি কি প্রেম ভালোবাসা, আঘাত প্রতিঘাত দেবে শুধু
কবিতা, তুমি কি সুখ, দুঃখ, আনন্দ সীমাবদ্ধ থাকবে শুধু?
কবিতা, তুমি কি কবির মনের ভাব প্রকাশ?

(২)
কবিতা, তুমি হয়ে ওঠো সমাজের প্রতিচ্ছবি!
কবিতা, তুমি হয়ে ওঠো সামাজিক চেতনার রূপ!
কবিতা, তুমি হয়ে ওঠো অন্যায়ের প্রতিবাদে বিপ্লবী মুখ!
কবিতা, তুমি হয়ে ওঠো বেঁচে থাকার অঙ্গীকার!
কবিতা? তুমি হয়ে ওঠো মানবজাতির সুন্দর জীবন!!