কবিতা তুমি দাওনি আমায় কোমলতা
কবিতা তুমি দাওনি আমায় ভালোবাসা!
কবিতা তুমি দাওনি আমায় ফুলের
মিষ্টি গন্ধের প্রবণতা।
কবিতা তুমি দাওনি আমায় নির্মল
শিশুর মুখের হাসিটা!
স্বার্থপরতা আর বর্বরতা নিয়েছি নিংড়ে
আমার কবিতার রূপ!
প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে
নিষ্ঠুর বাস্তবতার সম্মুখীন হয়েছি তার রূপ!
আমার জীবনকে গড়েছি ভালবাসাহীন গদ্যে
সমাজের বাধন ছিড়ে, আমি বিদ্রোহী হয়েছি
এভাবে!
নৃশংস তার চাদর মুড়ে
আমি থাকবো বসে সমাজের বুকে এভাবে!!