আমাদের এই বাংলা কবিতার আসরে
প্রতিদিন ভেসে ওঠে শত কবির কবিতা প্রকাশে
আমরা আত্মপ্রকাশ করি কবিতার মাধ্যমে!
আমরা একে অপরকে চিনি না সেভাবে
দূরদূরান্ত দেশের অপর প্রান্তে
আমরা মত প্রকাশ করি নিজেদের মধ্যে!
আমার আবেদন সমস্ত কবিগণ মিলে
একসাথে মিলিত হতে চাই কবি সম্মেলন করে
ভারত বাংলাদেশ মিলে যৌথ উদ্যোগে!
কলকাতার বুকে কবি সম্মেলন হোক এভাবে
আমরা সকলে মিলে!
এ ব্যাপারে কবিগণের মতামত জানতে চাই বিনীতভাবে!!