গভীর রাতে নিদ্রা এল চোখে
অজানা কোন স্বপ্নের পরী দেশে
পৌঁছে গেছি স্বপ্নের ভেলা বেয়ে!
সেথায় আছে শুধু ভালোবাসার মন
প্রকৃতি নিয়েছে আপন করে
দিয়েছে স্বর্গীয় সুখ!
পাখিকুল গানের সুরে মেতেছে বনে
প্রজাপতিরা ভেসে বেড়ায় নানা রঙে
ফুলের বাগানে!
পাহাড় হতে ঝরনা স্রোত,
এগিয়ে চলে নদী মুখে
শান্ত নদী যায় বয়ে আকাবাকা পথে!
পূর্ণিমার চাঁদের আলো সোনার খেতে
ঝলমল করে!
আমি নেই আমার ভেতরে
শুধু চেয়ে অবাক হয়ে দেখি,
কি করে এলাম এখানে?
শুধু ভেবে মরি!
হঠাৎ করে চমকে উঠি মায়ের ডাকে
খোকা স্কুলে যে যেতে হবে
সকাল যে যায় বয়ে!!