আমার, আমার করছো তুমি
হে! ক্ষণিকের অতিথি
পৃথিবীর এই রঙ্গ মঞ্চে
অতিথি হয়ে এসেছ তুমি
এসেছিলে খালি হাতে, উলঙ্গ হয়ে
যেতে হবে শূন্য হাতে একইভাবে
লোভ, লালসা, হিংসা যত ছিল মনে
শ্মশান আর কবরে সবি যাবে মলিন হয়ে
জীবনের এই চির সত্য
এভাবেই রয়ে যাবে চিরদিন এ জগতে।।