একটি বড় পাখি ছিল খাঁচার ভেতর
দানা পানি খেয়ে আনন্দ ছিল মাতোয়ারা হয়ে
বাহিরের অন্য পাখিরা তা দেখে
হিংসা করল তারা সবাই মিলে!
সব জাতের পাখিরা একসাথে মিলে
বার করবে বড় পাখিটাকে
এভাবে জোট করে সবাই মিলে
জড়ো হল একসাথে!
বড় পাখি টাকে বের করল জোর করে
তার পরে একসাথে ঢুকলো খাঁচাতে!
দানা পানি নিয়ে শুরু হলো গন্ডগোল
নিজেদেরই ভেতর!
বড় পাখি বাইরে বসে তা দেখে হেসে মরে
এভাবেই ঠোকাঠুকি করে নিজেদের মধ্যে
দু চারটে পাখি বেরিয়ে পড়ল খাঁচা থেকে!
কিছুদিন পরে সব পাখি পারল না থাকতে একসাথে
এভাবেই খাচা হলো শূন্য
আবার বড় পাখি প্রবেশ ঘটলো খাঁচাতে!!
(ভারতবর্ষে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গদি দখলের গল্প)